প্রতিদিন প্রতিবেদক: করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া আইনজীবীদের জেলা অ্যাডভোকেট বার সমিতির উদ্যোগ সুদমুক্ত ঋণ সহায়তা দেওয়া হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা অ্যাডভোকেট বার সমিতির কার্যালয়ে নির্মাণ খাত থেকে ১৫০ জন আইনজীবীকে এ ঋণ সহায়তা দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণ তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক একেএম নাছিমুল আখতার ও সাবেক সভাপতি ফায়েকুজ্জামান নাজীব প্রমুখ।
আগামী ৩০ নভেম্বরের মধ্যে ফেরত দেওয়ার শর্তে আইনজীবীদের এ ঋণ প্রদান করা হয়।