প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্যে রাখেন পুলিশ সুপার সঞ্চিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সেলিম আহমেদ, সিভিল সার্জন ডা: শরীফ হোসেন খান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমদ প্রমুখ।
এসময় জনপ্রনিধি ও সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থি ছিলেন।
সভায় নারী নির্যাতন, বাল্য বিবাহ, যানজট, পাসপোর্ট, মাদক, অবৈধ বালু উত্তোলন, রাস্তা-ঘাটের দুরাবস্থাসহ জেলার সকল সমস্যার বিষয় তার সমাধান মূলক উত্তর প্রদান করে ও পরবর্তী পদক্ষেপ গ্রহনের নির্দেশ প্রদান করা হয়।