প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক অলিম্পিক ডে পালিত হয়েছে।
রোববার সকালে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা ক্রীড়া সংস্থার সামনে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থতি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন লিন্টু,
দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক সুবাস চন্দ্র সাহা, আম্পায়ার্স এসোসিয়েশনের সভাপতি ঝোটন দাস,
সাবেক ফুটবলার জাহিদ তারেক খান জুয়েল এবং জেলা ক্রিকেট কোচ আরাফাত রহমান সহ ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও জেলার বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।