প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানের ১৪তম ও সাবেক সাংসদ মির্জা তোফাজ্জল হোসেন মুকুলের তয় মৃত্যুবাষির্কী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যাগে স্থানীয় শহীদ মিনারে স্মরণসভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
স্মরণ সভায় সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগ নেত্রী ও প্রয়াত আব্দুল মান্নানের সহধর্মিনী হোসনে আরা মান্নান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এমপি মো.ছানোয়ার হোসেন,
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা,
টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন ও শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।