সংবাদ শিরোনাম:

টাঙ্গাইলে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

  • আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৫৩৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছে জেলা খাদ্য বিভাগ। বুধবার দুপুরে সদর উপজেলার বিশ্বাস বেতকা খাদ্য গুদামে প্রধান অতিথি থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের গবেষণা পরিচালক ফিরোজ আল মাহমুদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক, সদর উপজেলা চেয়ারম্যান শাহ্জাহান আনছারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে খাদ্য ও কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।এবার টাঙ্গাইল সদর উপজেলা থেকে ৩৫০ মেট্রিকটন ধান সরকারি ভাবে কৃষক দের কাছ থেকে সংগ্রহ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme