প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে করোনাভাইরাস সংক্রমনে আক্রান্ত আরোও দুই যুবক সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এনিয়ে মোট চারজন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। বুধবার ( ০৬ মে) দুপুরে নতুন দু্ইজন সুস্থ্ হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়।
তারা হলেন, ভুয়াপুর উপজেলার জগলু মিয়া ও নাগরপুরের সেলিম রেজা।
সুস্থ হওয়া দুই যুবক বলেন, করোনা রোগে আক্রান্ত হলে ভয় পাওয়ার কিছু নেই। দিনে সাত-আট বার হালকা গরম পানি পান করতে হবে। সাথে লেবুর রস মিশিয়ে খেলে করোন রোগ থেকে দ্রুত সুস্থ হওয়া যায়। করোনা রোগে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে।
টাঙ্গাইল জেলারেল হাসপাতালে আবাসিক চিকিৎসক মো. শফিকুল ইসলাম সজীব জানান, আল্লাহর রহমতে তাদের সেবায় করোনাভাইরাস সংক্রমণে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনাইউনিট থেকে আরোও দুই যুবক সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এতে তারা অনেক উৎসাহ পেয়েছেন।
উল্লেখ্য, এর পূর্বে ২৯ এপ্রিল ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা গ্রামের মো. আব্দুল বাছেদের ছেলে আবু সাইদ (২৫) ও নাগরপুর উপজেলার পানান গ্রামের মো. ছবেদ আলী ছেলে মোহাম্মদ আলী (২৮) সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।