প্রতিদিন প্রতিবেদক : “মুজিববর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান” এই প্রতিপাদ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ উপলক্ষে মঙ্গলবার (২৩ জুন) জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচির শুরু করেন নেতা-কর্মীরা।
এরপর পর্যায়ক্রমে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ সহ
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়।
টাঙ্গাইল জেলা ছাত্রলীগ ৩ মাস ব্যাপী এ কর্মসূচির আয়োজন করেন। এর অংশ হিসাবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করা হয়।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন,
পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান আনসারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহমদ, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, প্রচার সম্পাদক আলমগীর হোসেন,
শহর আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি, সাধারণ সম্পাদক এম এ রউফ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লিটন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার,
বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ সিকদার মানিক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলী ইমতিয়াজ সোহান,
উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, উপ-গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ, জেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল, যুগ্ন আহবায়ক তানভীরুল ইসলাম হিমেল,
যুগ্ন আহবায়ক রনি আহমেদ, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মুকুল, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল,
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অন্যতম সদস্য মানিক শীল, নুর নবী হোসেন, নাজিম উদ্দিন, বাবু কিশোর, রবিউল ইসলাম, জুয়েল মাহমুদ, আসলাম, শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক তানজিল,
সাধারন সম্পাদক কায়সার হাসান পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আকাশ আহমেদ সূর্য, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাইয়ুম চাকলাদার, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিক রহমান আতিক’সহ অন্যান্য নেতৃবৃন্দ।