প্রতিদিন প্রতিবেদক: ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইল পৌরসভার ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহেল ওয়ারেছ হুমায়ন ব্যক্তি উদ্যোগে ঈদ উপহার বিতরণ করেছেন। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১১ টায় শহরের আমিন বাজার এলাকায় ১৫০ ইমাম মুয়াজ্জিন ও প্রতিবন্ধিদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন।
এসময় টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রত্যেককে ১টি মুরগী, ১ কেজি কালোজিরা চাল, ১ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই, দুধের প্যাকেট, ১ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ ও ১ লিটার ভোজ্য তেল দেওয়া হয়।