প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ৯০পিছ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালায়।
এ সময় টাঙ্গাইল পৌর এলাকার কাজিপুর উত্তর পাড়া একটি বাসা হতে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের দেহ তল্লাশি করে ৯০পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আকটকৃতরা হলো ঐ এলাকার সাইদুর রহমানের ছেলে রেজাউল করিম (৩৫), মৃত আব্দুল ছাত্তারের ছেলে রুহুল আমিন (২৬) ও এনায়েতপুর এলাকার আমির হামজার ছেলে তারেক আহমেদ (১৮)।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহরিয়া শারমিন জানান, গোঁপন সংবাদের ভিভিত্তে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।