প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ২৯০ পিস ইয়াবাসহ বাবু দেওয়ান নামে এ যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
আজ বুধবার দুপুরে র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার সিনিয়র পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর উপজেলার দক্ষিন খোলাবাড়ী গ্রামের অভিযান পরিচালনা করে সদর উপজেলার আব্দুল্লাহ পাড়া এলাকার মো: শামসুল হকের ছেলে বাবু দেওয়ানকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা ২৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।