প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলে ইয়াবা ও গাঁজাসহ মোঃ সবুজ মিয়া (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা এবং ৪০ গ্রাম গাঁজা উদ্বার করা হয়। সে নাগরপুর উপজেলার বাটরা গ্রামের মোঃ তোয়াজ আলীর ছেলে ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বাটরা গ্রামে মাদক বিরোধী অভিযান চালায় র্যাব সদস্যরা।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল নাগরপর থানার বাটরা গ্রামে মোঃ নূরুল আমিন এর বসতবাড়ির পূর্ব পাশে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় সবুজ মিয়া (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ১০০ পিছ ইয়াবা ও ৪০ গ্রাম গাঁজা উদ্বার করা হয়।
গ্রেফতারের সময় স্থানীয় সাক্ষীদের সম্মুখে আসামী জানান, সে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা ও গাঁজা অবৈধভাবে সংগ্রহ পূর্বক নাগরপুর থানার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে।
র্যাব-১২ টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার আরও জানান, মাদকসহ বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রমের বিরুদ্বে র্যাবের এ অভিযান অব্যাহত থাকবে ।