মো.সোহেল রানা: “এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ু মুখ ক্যান্সার রুখে দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে এইচপিভি (HPV) টিকা দান ক্যাম্পেইন ২০২৩ শুরু হয়েছে। সোমবার (১৫ অক্টোবর ২০২৩) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টাঙ্গাইল সিভিল সার্জন এর আয়োজনে এইচপিভি (HPV) টিকা দান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন এমপি। এইচপিভি (HPV) টিকা দান ক্যাম্পেইন অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা প্রশাসক মো: কায়ছারুল ইসলাম সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভা মেয়র এস.এম সিরাজুল হক, টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা এবং মুলপবন্ধ পাঠ করেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা মিনহাজ উদ্দিন মিয়া। এই টিকা দান কেম্পেইন উপলক্ষে টাঙ্গাইলের জেলা তথ্য অফিস ব্যবস্থাপনায় ১২টি উপজেলায় বিশেষ সড়ক প্রচার ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী চলমান আছে।