প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে নতুন করে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জন মারা গেছে। ৩৩৫ টি নমুনা পরীক্ষায় ১২১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ১১ ভাগ।
আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ৫৩, নাগরপুরে ৬, দেলদুয়ারে ১৩, মির্জাপুর ৮, বাসাইল ২, কালিহাতী ১৫, ঘাটাইল ১০, মধুপুর ৩, ভূঞাপুর ২, গোপালপুর ৩ ও ধনবাড়ী ৬ জন নিয়ে মোট ১২১ জন।
জেলায় মোট করোনা রোগী ৬ হাজার ৩৯৫ জন। সুস্থ্য হয়েছে ৪ হাজার ৪০৪জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। সর্বমোট মৃত্যুবরণ করেছেন ১০১ জন।