সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে পুজামন্ডপ পরিদর্শন করলেন….. সুলতান সালাউদ্দিন টুকু যুক্তরাজ্যে টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরাম ইউকে নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত টাঙ্গাইলে কলেজ ছাত্র ইমন হত্যা মামলা, আ’লীগের ২ নেতা গ্রেপ্তার টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় আ’লীগ নেতা গ্রেপ্তার সখীপুরে বেশি দামে ডিম বিক্রি করায় তিন আড়তদারকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা মধুপুরে চাঁদমণি ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিতে১৫ হাজার টাকা জরিমানা এবারের পুজাটি যেন নতুন বাংলাদেশের পুজা হয়….উপদেষ্টা ফরিদা আখতার গোপালপুরে ঝাওয়াল ইউনিয়নে সেনা সদস্যের বসতবাড়ীতে হামলা ও চাঁদা দাবি ভূঞাপুর পৌর শহরের বাসা-বাড়িতে বৃষ্টির পানি, পৌরবাসীর চরম দুর্ভোগ টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ১০
টাঙ্গাইলে করোনা আক্রান্ত বিশিষ্ট ব্যাক্তিরা সুস্থ হচ্ছেন

টাঙ্গাইলে করোনা আক্রান্ত বিশিষ্ট ব্যাক্তিরা সুস্থ হচ্ছেন

প্রতিদিন প্রতিবেদক : করোনা ভাইরাসে আক্রান্ত টাঙ্গাইলের সংসদ সদস্য ও  জেলা প্রশাসকসহ  বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি, গনমাধ্যমের কর্মী, চিকিৎসক এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ একে একে করোনামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন। ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে অনেকেই সামাজিক বিভিন্ন কর্ম সুচিতে অংশ নিচ্ছেন।যদিও করোনা আক্রান্ত ব্যাক্তিরা পরিবার পরিজনের সাথে ঈদুল আযহা উদযাপন করতে পারেনি।

সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও ক্রমাগত করোনা সংক্রমন বাড়তে থাকে। ঈদুল আযহার বেশ কিছুদিন আগে টাঙ্গাইলে – ০৮ আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, জেলা প্রশাসক মো. আতাউল গনি, জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ওয়াহীদুজ্জামান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো: শফিকুল ইসলাম সজিব, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল,

টাঙ্গাইল চেম্বার ও কমার্সের সভাপতি ও জেলা যুবলীগের সহ-সভাপতি খান আহমেদ শুভ, শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, জেলা বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব ও টাঙ্গাইল চেম্বার ও কমার্সের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনিসহ অনেকে করোনা আক্রান্ত হয়ে পড়েন। আক্রান্ত ব্যাক্তিদের সুস্থতা কামনা করে বিভিন্ন সামাজিকে যোগাযোগ মাধ্যমে দোয়া  কামনা করছে স্বজনরা ছাড়াও তাদের ঘনিষ্টজনরা।   

গত কয়েকদিনে বিশিষ্ট এসব ব্যাক্তিদের অনেকে সুস্থ হয়ে কাজে ফিরে এসেছেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ আতাউল গনি তিনি নিয়মিত কিাজ করেছেন। সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম এখন করোনা মুক্ত হয়ে হাসপাতাল ছেড়েছেন। সিভিল সার্জন করোনামুক্ত হয়ে কাজে ফিরেছেন, সদর হাসপাতালে আরএমও তার দায়িত্ব পালন করছেন, সুস্থ হয়েছেন প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল । গোলাম কিবরিয়া বড়মনিকে জাতীয় শোক দিবসের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করতে দেখা গেছে।

এছাড়াও সুস্থ হয়েছেন, টাঙ্গাইল পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মিনজু, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টস ফোরামের সভাপতি ও টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিন, পৌরসভার ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহেল ওয়ারেছ হুমায়ুন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মামুন, জেলা যুবলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান মোরশেদ, জেলা স্বোচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিরুজ্জামান খান সুখন।

এদিকে টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস। এদের মধ্যে টাঙ্গাইল সদর ও ঘাটাইলে ১১ জন করে, মির্জাপুরে ৮ জন, সখীপুরে ৬ জন, গোপালপুরে ৫ জন, মধুপুর ও দেলদুয়ারে ২ জন করে, কালিহাতীতে একজন রয়েছেন। গতকাল বুধবার সকাল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ২১৭৯ জন। করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৩৬জন। আরোগ্য লাভ করেছেন ১৫৩৭ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৩৭ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৭৭৬৫জন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840