প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ ও পৌরসভার যৌথ উদ্যোগে নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
মাস্ক বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এসময় করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে ও মাস্ক পরে বাড়ি থেকে বের হওয়ার পরামর্শ দেন। সেই সাথে জনসাধারনের মাঝে প্রায় ২ হাজার মাস্ক বিতরণ করা হয়।