টাঙ্গাইলে ক্রিকেট কোচ আরাফাতের বাসায় হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে বিসিবির কোচ আরাফাত রহমানের বাসায় হামলা ও ক্রিকেট খেলোয়াড়ের রিপন সরকারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। রবিবার ১৮ আগস্ট দুপুরে টাংগাইল প্রেসক্লাবের সামনে টাঙ্গাইলের সাবেক ও বর্তমান ক্রিকেট খেলোয়াড়দের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
এই মানববন্ধনে টাঙ্গাইল জেলার সাবেক ও বর্তমান ক্রিকেট খেলোয়াড় ও খেলোয়াড়দের অভিভাবক অংশগ্রহণ করেন।
এসময় টাঙ্গাইল বিসিবি জেলা কোচ আরাফাত রহমান বলেন, অনূর্ধ্ব১৪ জেলা দলের খেলোয়াড় রিপন সরকার আবাসিকে আমার বাসায় থাকে, জ্বর ছিল বলে প্রশিক্ষণে আসতে পারেনি, বাসায় থাকা অবস্থায় গতকাল চারটা থেকে পাঁচটার মধ্যে চার পাঁচ জনের একটি সন্ত্রাসী দল বাসার গেটে নক করে, রিপন সরকার তখন ওদের বলে আপনারা কার কাছে এসেছেন। তখন তারা বলে আমরা আরাফাতের কাছে এসেছি আরাফাত কোথায়, তখন সে মনে করেছে যে তারা হয়তো বা আমার বাসায় যাবে এই কারণে গেট খুলে দেয়,তারা ভিতরে এসে আমার কথা জিজ্ঞেস করে এবং রিপন সরকার জানায় সে বাসায় নেই। তখন তারা আর কোন কথা না বলে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এক পর্যায়ে রিপন সরকার অজ্ঞান হয়ে পড়ে। আমার বাসায় দু তলা থেকে আমার বোন যাওয়ার পর তাকে উদ্ধার করে এবং ওই সময় ওই সন্ত্রাসীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা হুমকি দিয়ে যায় আমাকে পেলে তারা মেরে ফেলবে। পরে আমি ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক চিকিৎসার পরে আমি তাকে হাসপাতালে নিয়ে যায়। আমি যতটুক ক্রিকেট ডেভলপ করার জন্য চেষ্টা করতেছি কিন্তু আমার মনে হয় এই জায়গায় একটি গোষ্ঠী যারা ক্রিকেটকে উঠতে দিতে চায়না তারা পরিকল্পিতভাবে এই হামলাটা করেছে।
আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। এই ব্যাপারে থানায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।