প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে সদর উপজেলার খারজানা ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে থমকে গেছে বাংলাদেশর অর্থনীতির চাকা, ক্ষুধা দারিদ্রতার কষাঘাতে পিষ্ট এখন জন জীবন। ঠিক সেই মূহুর্তে মানুষের মুখে কিছুটা হাসি ফোটাতে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের খারজানা আল ইত্তেহাদ যুব সংঘের এক ঝাঁক যুবক তাদের নিজস্ব টাকা জমিয়ে হাতে নিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ।
সেই জমানো টাকা দিয়ে ৩৩ হতদরিদ্র পরিবারের মধ্যে করলেন ত্রান বিতরণ। খেটে-খাওয়া এ সকল দিনমজুর মানুষদের মাঝে মানবিকতার হাত বাড়িয়ে তারা এক দৃষ্টান্ত স্থাপন করলেন, খুলে দিলেন সমাজের বিত্তবানদের চোখ। মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে খারজানা লুৎফর রহমান এর মুদি দোকানের সামনে থেকে এ ত্রানসামগ্রী দরিদ্র পরিবারের হাতে তুলে দেয়া হয়। এ সময় গণমাধ্যম কর্মী ও আল ইত্তেহাদ যুব সংঘের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।