প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে করোনা ভাইরাস প্রতিরোধে ও জনগণকে সচেতন করতে নানা পদক্ষেপ গ্রহন করেছেন প্রশাসন। এরই ধারাবাহিকতায় শনিবার (২৮ মার্চ) সকালে টাঙ্গাইল র্যাব-১২ সদস্যরা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে পথচারীদের হাত ধোয়ার জন্য সাবান ও পানির ব্যবস্থা করেন। যারা মাক্স ছাড়া চলাফেরা করছিল র্যাব সদস্যরা তাদের মাক্স পরিয়ে দেন।
এছাড়াও রাস্তায় চলাচলকারী অটো-রিক্সা ও রিক্সায় জীবানুনাশক পানি ছিটিয়ে জীবানুমক্তকরণ কার্যক্রম পরিচালনা করেন।জনগণের মাঝে সচেতনতাবৃদ্ধির লক্ষ্যে করোনা ভাইরাস থেকে কিভাবে মুক্ত থাকা যায় তা মাইকে প্রচার করেন।
এসময় উপস্থিত ছিলেন র্যাব-১২ এর উপ-সহকারী পরিচালক মো. সবুজ মিয়া, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ র্যাব সদস্যরা।