প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (০৭ অক্টোবর) সকালে “জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নে দায়িত্ব সবার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে।
জেলা প্রশাসকের সভা কক্ষে স্থানীয় সরকারের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী।
এসময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সকল সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সতর্কতার সহিত জন্ম সনদ নিববন্ধনসহ ও মৃত্যু সনদ প্রদানের আহ্বান জানান বক্তারা।