প্রতিদিন প্রতিবেদক : ভোটার হবো ভোট দিব, সারাদেশের মতো টাঙ্গাইলেও শুক্রবার জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলা সমন্বয় কমিটির আয়োজিত শোভাযাত্রা শহরের ভিবিন্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার এ.এইচ. এম কামরুল হাসান, বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহম্মেদ।
শোভাযাত্রায় সরকারী-বেসরকারী সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।