প্রতিদিন প্রতিবেদক : জার্মানী ও অস্টোরিয়ার একটি প্রতিনিধি দল শুক্রবার (৮ নভেম্বর) টাঙ্গাইল ইয়েস সেন্টারের ৮ টি বিষয়ে ৫২৫ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষন কোর্স ও সেমিনার এবং দুর্যোগ প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শণ করেন।
প্রশিক্ষণগুলো হলো, বেসিক আইসিটি, গ্রাফিক্র ডিজাইন, বিউটি পার্লার ট্রেনিং, ফ্যাশন ডিজাইন, হোটেল ম্যানেজম্যান্ট, ইংলিশ ল্যাগুয়েজ কোর্স, দুর্যোগ প্রশিক্ষণ কেন্দ্র।
পরে এক সেমিনারের প্রধান অতিথির বক্তব্য রাখেন অস্টোরিয়া হোপ-৮৭ সেক্রেটারি জেনারেল রবাথ অটিশ, জার্মানি ইউ ফাউন্ড্রেশনএর ভাইস প্রেসিডেন্ট ক্লাউডিয়া জুডিথ জার্গার।
সেমিনারে বক্তব্য রাখেন বাসা’র নির্বাহী পরিচালক এ.কে.এম সিরাজুল ইসলাম, হোপ-৮৭ কান্ট্রি রিপ্রেজেনটেটিভ রেজাউল করিমসহ হোপ-৮৭ বাসা’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।