প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের নব গঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাহমুদুর রহমান খান বিপ্লব ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুনকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার বিকেলে টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের অন্তর্বর্তীকালীন কমিটি এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন কমিটির উপদেষ্টা টাঙ্গাইল পৌরসভার মেয়র আলহাজ্ব জামিলুর রহমান মিরন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শ্রমিক নেতা বীর বিক্রম আলহাজ্ব আব্দুস সবুর খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার উদয় লাল গৌড়।
অনুষ্ঠানে কমিটির অন্যান্য নেতৃবৃন্দদেরও সংবর্ধনা দেয়া হয়। তারা হলেন, কমিটির কার্যকরি সভাপতি শামসুল হক, সহ-সভাপতি বাদশা মিয়া, সোলায়মান, আরজু মিয়া, যুগ্ম সম্পাদক ওমর আলী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামসহ সকল নেতৃবৃন্দ।