প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবির উদ্যোগে সাংবাদিকদের তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষন কর্মশালা উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা পরামর্শক, নিউইয়র্ক টাইমস এর প্রদায়ক ও পিআইবির প্রশিক্ষক জুলফিকার আালি মানিক। তিন দিনব্যাপী এ কর্মশালায় ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। উদ্বোধনী দিনে অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ের উপর বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা পরামর্শক, নিউইয়র্ক টাইমস এর প্রদায়ক ও পিআইবির প্রশিক্ষক জুলফিকার আালি মানিক ও পিআইবির কনিষ্ঠ প্রশিক্ষক মোহাম্মদ শাহ্ আলম প্রশিক্ষণ প্রদান করেন।