প্রতিদিন প্রতিবেদক : সরকারি নির্দেশনা অমান্য করে টাঙ্গাইলে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শন করায় ৩ দোকানদারকে ১৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ বাজারে এ জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়াম খাতুন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্তোষ বাজারে মারিয়াম খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শন করায় ৩ দোকানদারকে জরিমানা করা হয়। এছাড়াও অন্যন্য দোকানদারকে সচেতন করা হয়।
এ সময় জেলা স্যানিটারী ইন্সপেক্টর আমানউল্লাহ তালুকদার, নাটাবের ফিল্ড অফিসার শাহিনুর রহমানসহ পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন ।