প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের শিবপুর বাজারে সোমাবার সকালে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে চাল বিতরণের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মেসার্স খান বিজনেস’র ডিলার মাসুদুর রহমান খান’র সভাপতিত্বে উদ্বোধক ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফরহাদ হোসেন ভূইয়া, ইউপি সদস্য লাল মিয়া, লুৎফর রহমান, মজনু মিয়া, আ’লীগ নেতা খোরশেদ আলম, গোলাম মোস্তফা প্রমুখ।
উল্লেখ্য, সারা দেশের ন্যায় টাঙ্গাইলে হত দরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে চাল বিতরণের কর্মসূচির আওতায় ১২ টি ইউনিয়নে ২৪ জন ডিলারের মাধ্যমে এ কর্মসূচির উদ্ভোধন করা হয়। প্রতি সোম, মঙ্গল ও বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চাল বিতরণ করা হবে।