প্রতিদিন প্রতিবেদক: “স্মার্টফোনে আসক্তি, পড়ালেখায় ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে দুই দিনব্যাপি বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।
শনিবার ২১ মে সকালে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে শহরের কালেক্টর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেলার উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো: আতাউল গনি। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাসেম, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম প্রমুখ।
উল্লেখ্য, মেলায় অংশ গ্রহন করেছে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান।