প্রতিদিন প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে দুই দিনব্যাপী উত্তরণ মেলার আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৭ মার্চ) দুপুরে শহরের কালেক্টরেট মাঠে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
“রুপকল্প ২০৪১; উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল ওয়াদুদ।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর প্রমুখ।
এ সময় সরকারি-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের উপর প্রমান্যচিত্র, বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ভিডিওচিত্র প্রদর্শন, আলোচনা সভা, স্টলের মাধ্যমে বিভিন্ন দপ্তরের উন্নয়নচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।