প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলের কালিহাতীতে দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের শোলাকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি পিকআপ কালিহাতীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে পিকআপটি কালিহাতীর শোলাকুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় স্থানীয়রা আহত ৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। অপর তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন।