প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার পচিশ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলানায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
দৈনিক মজলুমের কণ্ঠের সম্পাদক জাফর আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র মো. জামিলুর রহমান মিরন,
জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা । শেষে কেক কেটে পত্রিকার প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়।