প্রতিদিন প্রতিবেদক : “’ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ড’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে ১৬ নং বিটে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় টাঙ্গাইল শহরস্ত অলোয়া আমতলায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাগমারী পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মোশারফ হোসেন।
এসময় টাঙ্গাইল পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রাজ্জাক, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, ১৬ নং বিটের এস.আই শাহাদৎ, এ.এস.আই আশরাফসহ ০৭, ০৮ ও ০৯ নং ওয়ার্ডের জনগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কাগমারী পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মোশারফ হোসেন বলেন, নারী ধর্ষন ও নির্যাতন রোধে প্রতিরোধ গড়ে তুলতে হবে নিজের পরিবার থেকে।
নারী-পুরুষ বৈষম্য দুর করতে হবে, নিয়মিত নিজ সন্তানের খোজ-খবর নিতে হবে, সমাজের চিহ্নিত অপরাধীদের সনাক্ত করতে হবে ও সমাজের সকলকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দরিদ্র মানুষদের সেবা দেয়া ও ছোট সমস্যাগুলো সমাধান করাই বিট পুলিশিংয়ের প্রধান উদ্দেশ্য।