প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে নতুন করে আরও ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৫৯ জন।
নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ১০ জন, মির্জাপুর ১৩ জন, বাসাইল-৪ জন, কালিহাতী ২জন ও নাগরপুর ১জন ।
বুধবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন।
এদিকে টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম জানান, করোনা শনাক্তের হার বিবেচনা করে জেলার ১২টি উপজেলার মধ্যে আটটি উপজেলাকে ইয়োলো এবং চারটি উপজেলাকে গ্রীন জোনে চিহ্নিত করা হয়েছে।
এতে ইয়োলো জোনে স্বাস্থ্যবিধি বজায় রাখতে অধিক তৎপরতা চালানো হবে। এছাড়া গ্রীন জোন গুলোতেও স্বাস্থ্য বিধি পালনে তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।