প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে নানা আয়োজনে আনন্দ টিভি’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
‘হৃদয়ের কথা বলে’ এই শ্লোগানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামের আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি জোয়াহেরুল ইসলাম জোয়াহের।
বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমান। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, দপ্তর সম্পাদক কাজী তাজ উদ্দিন রিপন, দি নিউ এইজের জেলা প্রতিনিধি হাবিব খান, বিটিভি’র জেলা প্রতিনিধি জেসাহা জয়, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি অরণ্য ইমতিয়াজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।