প্রতিদিন প্রতিবেদকঃ পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে টাঙ্গাইলে স্মরণ সভা ও বিভিন্ন সময় দায়িত্বরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
শুক্রবার দুপুরে টাঙ্গাইল পুলিশ লাইনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
আলোচনায় অংশ নেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ও অতিরিক্ত ডিআইজি সালেহ্ মোহাম্মদ তানভীর পিপিএম।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান, টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর হাসান আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (পিবিআই) মো. বেলাল হোসেন, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি মো. আনিছুর রহমান মিয়াসহ বিভিন্ন সময় দায়িত্বরত অবস্থায় নিহত পুলিশ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে পুলিশ লাইনে জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সময় দায়িত্বরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
Leave a Reply