প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্ম দিন পালন করা হয়েছে।
শনিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের অস্থায়ী কার্যালয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এসময় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আবু সাইদ খান পেয়ারা। অন্যান্যের উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শাহজাহান চৌধুরী শুকুর, বীর মুক্তিযোদ্ধা জুরান চন্দ্র সরকার, হাবিবুর রহমান, জয়েন উদ্দিন ও আলাউদ্দিনসহ অনান্য বীর মুক্তিযোদ্ধারা।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ কামনা করে দোয়া মাহফিল ও কেক কাটা হয়।