প্রতিদিন প্রতিবেদক: “এসো গড়ি রক্তের বন্ধুত্ব” এই স্লোগানকে সামনে রেখে রক্তদানের কার্যক্রমকে সকলের মাঝে ছড়িয়ে দিতে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির ১৩৭তম ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টাঙ্গাইলের থানাপাড়া শাহীন ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এই ব্লাড গ্রুপিং ও রক্তদানে উদ্বুদ্ধকরন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন শাহীন ক্যাডেট স্কুল, থানাপাড়া টাঙ্গাইল শাখার ভাইস প্রিন্সিপাল তাসলিমা পারভিন। ক্যাম্পেইনের শুরুতে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির টাঙ্গাইল জেলা শাখার সকল দ্বায়িত্বশীলকে ফুল দিয়ে বরণ করে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস টিম। ক্যাম্পেইন এ সর্বমোট ২২১জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করতে সক্ষম হয় টিপিআই ক্যাম্পাস টিম। রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা সকলকে রক্তদানে উৎসাহিত করা হয়।
এই সংগঠনটি বিভিন্ন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ সমাজের বিভিন্ন স্তরের তরুণ-তরুণী নিয়ে গড়ে উঠেছে। যাদের একমাত্র লক্ষ্য মানবসেবা। উক্ত ক্যাম্পেইন এ উপস্থিত ছিলেন বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির টাঙ্গাইল জেলা সমন্বয়ক রাশেদুল ইসলাম হৃদয়, সহ-সমন্বয়ক মীর রাসেল, তথ্য প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক রবিউল হাসান, যোগাযোগ বিষয়ক সমন্বয়ক শাকিব শামশাদ , অর্থ বিষয়ক সমন্বয়ক ইমরান হোসেন অনিম ও জেলা সাধারন স্বেচ্ছাসেবীগন এবংটাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট টিপিআই ক্যাম্পাস সমন্বয়ক ইসরাত জাহান মৃদুলা, সহ-সমন্বয়ক অনিক চন্দ্র শীল,
যোগাযোগ বিষয়ক সমন্বয়ক রাহাত চৌধুরী, অর্থ বিষয়ক সমন্বয়ক তাসনিম নাহার তানহা ও ক্যাম্পাসের সকল স্বেচ্ছাসেবীগণ। উক্ত ক্যাম্পেইন শেষে সকল স্বেচ্ছাসেবীদের আলোচনা অনুষ্ঠান শুরু হয়, এই আলোচনায় ক্যাম্পাস সমন্বয়ক ইসরাত জাহান মৃদুলা জানান, আগামী ২৭ সেপ্টেম্বর বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আরোও বিভিন্ন কার্যক্রম স্কুল শিক্ষার্থী ও সাধারণ জনগণের মাঝে তুলে ধরা হবে।