প্রতিদিন প্রতিবেদক : বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে জেলা বিএনপি’র আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবারা শহরের শিবনাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসান।
জেলা বিএনপি সভাপতি কৃষিবিদ ড.শামছুল আলম তোফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবালের পরিচালনায় উপস্থিত ছিলেন, মধুপুর পৌরসভার সাবেক মেয়র সরকার শহীদ,
জেলা বিএনপি’র সহ-সভাপতি আরফান মোল্লা, আতাউর রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহীন, শুকুর মাহমুদ, আব্দুল আজিজ চান খা,
যুগ্ম সম্পাদক আবুল কাসেম, আনিসুর রহমান, খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাংগঠনিক আব্দুল হামিদ তালুকদার, শফিকুর রহমান শফিক, প্রচার ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ভিপি মুনীর হোসেন,
জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, সদর থানা বিএনপি সভাপতি আব্দুল হামিদ, শহর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহীন আকন্দ, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মো.শাফি ইথেন,
মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক মমতাজ করিম, তাতী দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কেন্দ্রীয় জাসাসের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, জেলা জাসাসের সভাপতি কাজী বজলুর রহমান, সাধারণ সম্পাদক বাবুসহ জেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।