প্রতিদিন প্রতিদেক: বাংলাদেশ সোশ্যাল ইমপাওয়ারম্যান্ট অর্গানাইজেশন (বিএসইও) এর উদ্যোগে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় ঘরে থাকা কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেলে বিভিন্ন স্থানে প্রায় শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সোশ্যাল ইমপাওয়ারম্যান্ট অর্গানাইজেশন (বিএসইও) এর সভাপতি মাছুদ রানা, সাধারণ সম্পাদক আহসান হাবীব সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সাংগঠনিক সম্পাদক সজল রায়, সহ-সাংগঠনিক সম্পাদক শোভন দাস, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম বাবু, সদস্য আব্দুর রহমান সানি, রাব্বি ইসলাম, প্রসেনজিৎ, সায়েমসহ অনান্যরা।
শতাধিক কর্মহীন মানুষের মাঝে সহায়তা হিসেবে প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, দেড় কেজি আলু, ১ কেজি লবন, আধা কেজি সজ, আধা কেজি রসুন, আধা লিটার তেল, কালিজিরা ও বল সাবান দেওয়া হয়।