সংবাদ শিরোনাম:

টাঙ্গাইলে বিপুল পরিমান ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯
  • ১০৮৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (দক্ষিণ) এক হাজার চারশত (১৪০০) পিস ইয়াবাসহ মোঃ বিল্লাল হোসেন ওরফে বিলু নওমুসলিম (৫০) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

তার পূবের্র নাম বিরেন দাস ওরফে বিরু। সে মধুপুর উপজেলার জলছত্র গ্রামের মৃত বিনদ দাস ও শুশিলা রাণী দাস-এর ছেলে।

সোমবার সকালে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ-এর অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) মোঃ হাফিজুর রহমান (১), (এসআই) মোঃ হাফিজুর রহমান (২), সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ হাফিজুর রহমান, কন্সট্রেবল মোঃ শাহিবুল ইসলাম, মোঃ জামাল হোসেন, মোঃ হুমায়ন কবির ও মোঃ মেহেরুল ইসলাম রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিত্বে মধুপুর উপজেলার জলছত্র গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়।

এসময় এক হাজার চারশত (১৪০০) পিস ইয়াবাসহ স্থানীয় শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ বিল্লাল হোসেন ওরফে বিলু নওমুসলিম কে গ্রেফতার করেন।

সে দীর্ঘ দিন যাবৎ মধুপুর সহ এর আশপাশে উপজেলা ও এলাকাগুলোর যুবক এবং বিভিন্ন বয়সের লোকদের কাছে মাদক বিক্রি ও সেবনে উদ্বুদ্ধ করে আসছে।

ডিবি (দক্ষিণ) এর মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান (ডিবি) দক্ষিণ-এর অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme