প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
বুধবার দুপুরে সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য মো.ছানোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ.সেলিম আহমদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ,
জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম, জোয়াহেরুল ইসলাম এমপি’র সহধর্মিনী রওশনারা খান কহিনুর। অনুষ্ঠানটি সঞ্চালনা অত্র কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে।
এসময় বিদ্যালয়ের অন্যন্যা শিক্ষক-শিক্ষিকা, অবিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।