মো. সোহেল রানা: টাঙ্গইল জেলা এম্বুলেন্স মালিক সমিতি ৬ দফা দাবিতে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তাদেও ৬ দফা দাবিতে এম্বুলেন্স এ সিগনাল বাজিয়ে অর্ধশত এম্বুলেন্স শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে । টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকের কলেজ হাসপাতাল থেকে এম্বুলেন্সগুলো বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুওে পুনরায় হাসপাতাল গেটে গিয়ে শেষ হয়। এর আগে সেখানে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে এম্বুলেন্স মালিক- শ্রমিকরা ।
এ সময় মালিকরা তাদের দাবি তুলে ধরেন, দাবিগুলো হচ্ছে, এম্বুলেন্স এর আয়কর নেয়া চলবেনা , এম্বুলেন্স এর জাতীয় নীতিমালা গঠন, প্রধানমন্ত্রীর ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন,হাসপাতালগুলোতে পার্কিং সুবিধা,সড়কে হয়রানিমূলক পথ চলতে আলাদা লেন ও রোগী থাকা অবস্থায় দ্রæত গ্যাসের নিশ্চয়তা ।