প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে ব্যান্ড মিউজিক ডে পালিত হয়েছে।
বহস্পতিবার দুপুরে শহরর শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল মিউজিকাল ব্যান্ড এসোসিয়েশন (টামবা) এর আয়াজন বেলুন উড়িয় ব্যান্ড মিউজিক ডে পালন করা হয়।
এ সময় টাঙ্গাইল মিউজিকাল ব্যান্ড এসোসিয়েশনের (টামবা) সভাপতি শামীম খান, সাধারণ সম্পাদক লিমন খান, সহ-সভাপতি তুহিন, শুভ, জালাল, রুহিনসহ টাঙ্গাইলের ২৩ টি ব্যান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।