প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ভূয়া প্রশ্নপত্র ফাঁসচক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব সদস্যরা।
বুধবার (০৩ মার্চ) রাতে টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মির্জা সোহান (২২) বাসাইল উপজেলার ময়থা গ্রামের মির্জা সেলিমের ছেলে। সে টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকায় বর্তমানে বসবাস করছিলো।
টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার একটি তিনতলা ভবনের রুমের ভিতরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মির্জা সোহান জিজ্ঞাসাবাদে জানায় সে মিথ্যা প্রশ্নপত্র ফাঁসচক্রের একজন সক্রিয় সদস্য।
তিনি আরও বলেন, এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ও ২টি সিম কার্ড এবং ঋধপনড়ড়শ সবংংবহমবৎ এর কথোপকথোন ও ভূয়া প্রশ্নপত্রের ৩৫টি স্ক্রীন শর্ট উদ্ধার করা হয়।