প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে হঠাৎ করেই লবনের বাজারে অস্থিরতার সৃষ্টি হয়েছে। লবনের দাম কেজি প্রতি প্রায় ১শ’ টাকায় বিক্রি হচ্ছে এমন গুজবে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন লবন কিনতে।
সোমবার বিকেলে গুজব মহামারী আকারে ছড়িয়ে পড়ে। দোকান গুলোতে ছিল উপচে পড়া ভিড়। আর এতে ক্রেতাদের সামাল দিতে দোকানীদের বেগ পেতে হচ্ছে।
এ খবর পেয়ে মঙ্গলবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকনুজ জামানের নেতৃত্বে শহরের জেলা ছয় আনী বাজার ও পার্কের বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
ম্যাজিস্ট্রেট রোকনুজ জামান জানান, বিভিন্ন লবনের গুদাম ঘর ও খুচরা দোকানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করি। অভিযানের সময় গুদামে বিপুল পরিমান ‘বিক্রি জন্য লবন মজুদ আছে।
তবে এ অভিযানে কাউকে জরিমানা করা হয়নি। কোন বিক্রেতা যদি বেশি দামে লবন বিক্রয় করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থানিব। মাইকিং করে সকলকে জানি দেয়া হচ্ছে যাহারাই গুজব ছরিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা নেয়া হবে।