সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত টাংগাইল শহরের ১৮ নং ওয়ার্ডের ইফতার মাহফিল অনুষ্ঠিত নিয়ম বর্হিভূত ভাবে ভূঞাপুরে ৯কোটি টাকার জব্দ বালু ৫০ লাখে বিক্রি টাঙ্গাইলে সেফ লাইফ বাংলাদেশের ঈদ উপহার বিতরণ  বাসাইলে মানসিক ভারসাম্যহীন এক ভিক্ষুকে ধর্ষণের চেষ্টা; যুবককে গণধোলাই  টাঙ্গাইল সদর থানায় শ্রেষ্ঠ এসআই শ্রী রামকৃষ্ণ টাঙ্গাইলে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল  সংবাদ প্রকাশের জেরে ঘাটাইলে মানবজমিন প্রতিনিধির ওপর হামলা দায়িত্ব গ্রহণের তিন মাসেই দু’বার শ্রেষ্ঠ সার্কেল অফিসার আরিফ সোনিয়া ফাউন্ডেশনের সোনিয়ার বিরুদ্ধে ভুক্তভোগী রোজিনার সংবাদ সম্মেলন 

টাঙ্গাইলে দশ ড্রেজার ধ্বংস।। চার জনের দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

  • আপডেট : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০
  • ৩২৫৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ ভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে দশটি ড্রেজার পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় এক জনকে ৭০ হাজার টাকা জরিমানা ও তিন জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

সোমবার (২৭ জানুয়ারি) টাঙ্গাইল ভ্রাম্যমান আদালতের বিচারক টাঙ্গাইল সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা এ অভিযান পরিচালনা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, পাবনা জেলার আমিনপুর উপজেলার চরভবানী গ্রামের বারেক মিয়ার ছেলে আজিজুর (৩২), কদম শরীফপুর গ্রামের ফজলু শেখের ছেলে আনিস শেখ (২১) ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার লাল গোলারচর গ্রামের মানিক মিয়ার ছেলে মিঠুন (২২)। একই সাথে স্থানীয় আজিজুল মোল্লাকে ৭০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

টাঙ্গাইল সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা জানান, টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলামের নির্দেশে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চিলাবাড়ী, হুগড়া ইউনিয়নের ওমরপুর ও কাকুয়া ইউনিয়নের কাকুয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

এসময় ড্রেজার দিয়ে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে বিক্রির দায়ে দশটি ড্রেজার ও প্রায় ১৬ কিলোমিটার পাইপ ধ্বংস করা হয়।একই সাথে এর সাথে জড়িত অবৈধ মাটি ব্যবসায়ী

স্থানীয় আজিজুল মোল্লাকে ৭০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এছাড়াও তিন জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অবৈধ ড্রেজার ও ভেকু মেশিন ধ্বংসের এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme