প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে এক হাজার পিচ ইয়াবাসহ মো.লুৎফর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।
শনিবার সকালে এসআই মো. নুরুজ্জামান বাদি হয়ে ঘাটাইল থানায় প্রচলিত আইনে মামলা দায়ের করে। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে জেল-হাজতে প্রেরণের নিদের্শ দেন।
জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো.সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ডিবির উপ-পরিদর্শক (এস আই) মো.নুরুজ্জামান, (এসআই) মো. রাইজ উদ্দিন, (এএসআই) সুমন চৌধুরী, (এএসআই) মো. আবু হাশেমের নেতৃত্বে ঘাটাইলের হামিদপুর হামিদপুর বাস স্ট্যান্ডে থেকে মো.লুৎফর রহমান কে গ্রেফতার করা হয়।
পরে তার ডান হাতে থাকা একটি ছোট নীল রংঙ্গের টিস্যু কাপড়ে ব্যাগের ভিতর রক্ষিত ৫টি বায়ুরোধক নীল রংঙ্গের জিপারয্ক্তু পলিথিনের ভিতর হইতে লালচে রংঙ্গের সর্বমোট ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।