টাঙ্গাইলে মানব পাচারকারী চক্রের মূল হোতা গ্রেফতার

টাঙ্গাইলে মানব পাচারকারী চক্রের মূল হোতা গ্রেফতার

প্রতিদিন প্রতিবেদক: ভাল বেতনে ও ভালো কাজের প্রলোভন দেখিয়ে দুই মাসের ট্ররিস্ট ভিসায় দুবাই প্রেরণ। তারপর তাকে জিম্মি করে নির্যাতন করা হয়। পরে তার স্বজনদের কাছ থেকে মুক্তিপন বাবদ মোটা অংকের অর্থ দাবি করে এই চক্র। এমন চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব। বুধবার ভোরে ঢাকা মহানগরের রামপুরা থানার বনশ্রী এলাকা থেকে মানব পাচারকারী চক্রের মূল হোতা ইমতিয়াজ রহমান চৌধুরী (৪২) কে গ্রেফতার করা হয়।

টাঙ্গাইলে র‌্যাব-১৪ এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, মানব পাচারকারী চক্রের মুল হোতা মাদারীপুর জেলার শিবচর থানার সতের রশি গ্রামের খলিলুর রহমান চৌধুরীর ছেলে গ্রেফতারকৃত ইমতিয়াজ রহমান চৌধুরী (৪২) গত বছরের ১৫ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ৩ লক্ষ টাকা গ্রহণ করে টাঙ্গাইলের মির্জা ফিরোজ হোসেন নামের এক ব্যক্তিকে ভাল বেতন ও ভালো কাজের প্রলোভন দেখিয়ে দুই মাসের টুরিস্ট ভিসায় দুবাই প্রেরণ করে। পরে ইমতিয়াজের এক সহযোগী ইকরামের মাধ্যমে ভিকটিমকে আটকে রেখে নির্যাতন করে মুক্তিপন বাবদ ২ লক্ষ টাকা দাবি করে। এ ঘটনায় ভিকটিম মির্জা ফিরোজ হোসেনের স্ত্রী বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন। এ অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব ইমতিয়াজ রহমান চৌধুরীকে গ্রেফতার করে।

র‌্যাব আরো জানায়, পরে গ্রেফতারকৃত আসামীকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়।

 

Author Profile

Masud Rana
Masud Rana
আমাদের নিউজ এডিটর হলেন একজন দক্ষ সাংবাদিক যার ব্রেকিং নিউজ এবং গভীরভাবে রিপোর্টিং করার আগ্রহ রয়েছে। তিনি দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক গল্পগুলি সনাক্ত করার দক্ষতা তৈরি করেছেন। তিনি আমাদের প্রতিবেদকদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে এমন বাধ্যতামূলক সংবাদ কভারেজ তৈরি করতে যা আমাদের পাঠকদেরকে অবগত ও নিযুক্ত রাখে। সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণ, তথ্য-পরীক্ষা এবং সংবাদ বিচারে তার দক্ষতা নিশ্চিত করে যে আমরা প্রকাশিত প্রতিটি গল্পই সঠিক, ন্যায্য এবং প্রাসঙ্গিক। শ্রেষ্ঠত্বের প্রতি তার প্রতিশ্রুতি তাকে সংবাদ শিল্পে একজন সম্মানিত এবং বিশ্বস্ত কণ্ঠস্বর হিসেবে খ্যাতি এনে দিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840