প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।
প্রধান বক্তা ছিলেন বাসাইল সখিপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।
টাঙ্গাইল জেলা ইউনিট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক (বীর প্রতীক) এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন, ভুঞাপুর গোপালপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির,
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শামসুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জামিলুর রহমান মিরন।
সমাবেশে আলোচক হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাদের তালুকদার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জাহাঙ্গীর হোসেন তালুকদার ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ মাহমুদুর রহমান খান (বিপ্লব)।
অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ (বীর বিক্রম)।
এসময় উপস্থিত ছিলেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার আবু মোঃ এনায়েত করিম, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য মনোয়ারা বেগম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী,
বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, সখিপুর পৌরসভার মেয়র সাবেক ডেপুটি কমান্ডার আবু হানিফ আজাদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান মেনন (রাসেল),
এম এ মামুন নাহিদ, আব্দুর নূর রবিন, মাসুদ পারভেজ, রুবেল আনসারী, রবিন, সখিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোঃ হাসান আজাদ, বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সহকারি কমান্ডার’সহ বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।