সংবাদ শিরোনাম:
উজার হচ্ছে টাঙ্গাইলের ফুসফুস খ্যাত মধুপুরের শাল গজারির বন ভূঞাপুরে প্রফেসর ডা: তাসমিনা মতিনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল সরকারের গতিশীল নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ – এমপি শুভ ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত টাঙ্গাইল জেলা কারাগারে কারাবন্দীদের দর্জি ও সেলাই প্রশিক্ষণের উদ্বোধন টাঙ্গাইলে আনসার বাহিনীর মধ্যে বাইসাইকেল বিতরণ টাঙ্গাইলে জমির কালাই বোনা নিয়ে একজন নিহত,আহত ১৫ জন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও চিকিৎসার দাবিতে টাঙ্গাইলে বিএনপির সমাবেশ নাগরপুরে এমপি বাতেন স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত মির্জাপুরে ডাকাতিতে বাঁধা দেয়ায় স্বামী স্ত্রী ও সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে আহত
টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ মিছিল!! পুলিশি বাধাঁয় পন্ড

টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ মিছিল!! পুলিশি বাধাঁয় পন্ড

প্রতিদিন প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সুলতান সালাউদ্দিন টুকু’র নিঃশর্ত মুক্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিলের আয়োজন করে জেলা যুবদল।

বৃহস্পতিবার সকাল ১১টায় যুবদল নেতৃবৃন্দ শহরের ভিক্টোরিয়া রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে সড়ক প্রদক্ষিণ করতে চাইলে তাতে বাধা প্রদান করে পুলিশ। পরে পুলিশি বাধার মুখে সেখানেই পথসভা করে যুবদল নেতৃবৃন্দ।

এসময় বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মনিরুজ্জামান জুয়েল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।

পথসভায় উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ হেল কাফী শাহীদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ শাতীল, জাহিদ হোসেন মালা, খালেদ সাইফুদ্দিন জুয়েল সদর থানা আহবায়ক কবিরুজ্জামান কবির, সিনিয়র যুগ্ম-আহবায়ক খালেদ সাইফুদ্দিন জুয়েলসহ যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় নের্তৃবৃন্দ হুশিয়ার করে বলেন, বর্তমান অবৈধ সরকার দেশে একনায়কতন্ত্র বাকশাল কায়েম করতে চাচ্ছে। অবিলম্বে খালেদা জিয়া ও সুলতান সালাউদ্দিন টুকুকে মুক্তি দিতে হবে অন্যথায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে দাবি আদায়ে বাধ্য করবে বলেও জানান তারা।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840