প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল শহরের রহিমা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ে প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-০৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল্লাহেল ওয়াছেক আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষক লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, কাউন্সিলর আব্দুল্লাহেল ওয়ারেছ হুমায়ুন, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য আরিফ-উল-ইসলাম। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তারসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।