প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে শুরু হয়েছে তিন দিনব্যাপী রাগবি প্রশিক্ষণ।
ক্রীড়া পরিদপ্তর আয়োজিত বুধবার বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক জনাব মোঃ শহীদুল ইসলাম।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা থেকে ১৬ জন বালক এবং ১৭ জন বালিকা অংশ নেয়।
প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন জাতীয় রাগবি দলের কোচ নাজমুস সাকিব শোভন।
টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ-এর সাবির্ক ব্যবস্থপনায়
জেলার প্রতিভাবান খেলোয়াড়দের বয়স ভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টেও খেলের সুযোগ রয়েছে। তিন দিনের এই আয়োজনের সমাপনী অনুষ্ঠান আগামী ১৮ মে।